রহিম আব্দুর রহিম, পঞ্চগড় : পঞ্চগড় মুক্তমঞ্চে ৩১ জানুয়ারি  শুক্রবার সন্ধ্যা সাড়ে ছ'টায় অনুষ্ঠিত হয়েছে নৃত্যানুষ্ঠান। তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানের দর্শক গ্যালারিতে প্রধানব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয়  বিচারপতি মুনসুর আলম।

অনুষ্ঠানের উদ্বোধন করেন, পঞ্চগড় জেলা প্রশাসক মো.সাবেত আলী। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলো মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত নৃত্যনাট্য 'সোনাই মাধব,' প্রেমালেখ্য, বাপ নেই, ভাই নেই, মায়ের একমাত্র সন্তান সোনাই। রূপে-গুণে অতুলনীয় সোনাইকে মা রেখে আসেন মামার কাছে, উদ্দেশ্য, ভাল পাত্রের সাথে মেয়ের বিয়ে হবে। কিন্তু ঘটকের প্রস্তাবিত কোনো পাত্রই মামা-মামির পছন্দ হয় না। এরই মধ্যে সোনাই'য়ের সঙ্গে দেখা মিলে মাধবের। যেই দেখা, সেই প্রেম।আড়ালে আবডালে চলে প্রেম-প্রীতি, ভালবাসার মন দেওয়া নেওয়া, আদান প্রদান হয় প্রেমপত্র।

একসময় সোনাই ও মাধবের প্রেমের বিচ্ছেদ ঘটে।বিচ্ছেদ কাহিনীর তলদেশের মানবসমাজের শত সহস্র জানা-অজানা ঘটনা নিয়ে গ্রন্থিত নৃত্যনাট্যের পরিচালনায় ছিলেন ঢাকার ঘুঙ্গুর নৃত্যালাপের নৃত্যগুরু নাজীব মাহফুজ লিমন। মৈমনসিংহ গীতিকা’ অবলম্বনে নির্মিত নৃত্যনাট্য 'সোনাই মাধবে'র মনোমুগ্ধকর পরিবেশনায় হাজারো দর্শক- শ্রোতা বিমোহিত হয়ে পড়ে। অনুষ্ঠানের প্রারম্ভে 'দেশ দেশ দেশ-সাবাস বাংলাদেশের' গানের সাথে নৃত্য পরিবেশেন করে পঞ্চগড় শিশু একডেমির শিল্পীরা।

দ্বিতীয় পরিবেশনায় পরপর নৃত্য নিয়ে আসে কাঁদামাটি সংস্কৃতি একাডেমির শিল্পীরা।তৃতীয় পরিবেশনা ছিলো বোদা উপজেলার ভবেশ স্মৃতি সংসদ। 'মরম লাগিলে তু' সাঁওতালি ভাষায় গানের সাথে নাচ পরিবেশন করে বোদা উপজেলা সাংস্কৃতিক পরিষদ। পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি'র শিল্পীরা,'শুক্ন পাতার নূপুর পায়ে গানের' সাথে নৃত্য পরিবেশন করে। একের পর এক, চলছে নাচ। দর্শক-শ্রোতা মাতোয়ারা, বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের উপস্থাপক ও পঞ্চগড় বিষ্ণুপ্রসাদ (বিপি) সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো.দেলোয়ার হোসেনের ভরাট কন্ঠের উপস্থাপনা, শিল্পদের নূপুরের ঝংকার, রক্ত উত্তাল গানের প্রতিধ্বনি, আলোর ঝলকানিতে, পঞ্চগড় মুক্তমঞ্চের পাদদেশ মুখরিত হয়ে উঠে।

পুরো অনুষ্ঠানটির সমন্বয় করেন পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন।

(এআর/এএস/জানুয়ারি ৩১, ২০২৫)