শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘঠেছে। তবে এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা না ঘটলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে অনেক জান-মাল এমনি মন্তব্য অগ্নি নির্বাপক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স।

গত বছর একই দিনে (৩১ জানুয়ারি) এই হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনাও ঘটে। এবছরও একই তারিখে একই দিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চারতলা পুরুষ মেডিসিন ওয়ার্ডে এই আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের গারবেজ স্টোর রুম ও অন্য একটি তলায় ছড়িয়ে পড়ে।

সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত অয়েলিং এর দাহ পদার্থে সিগারেটের ফেলে দেওয়া আগুন থেকে বলে ধারনা করছেন,সংশ্লিষ্টরা।

দিনাজপুর মেডিকেল কলেজের পরিচালক ডা. এ বি এম নুরুজ্জামান বলেন, সিগারেটের ফেলে দেওয়া আগুন বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এটা খতিয়ে দেখা হচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওষুধের কার্টুনের স্টোরে আগুন লেগেছিল, বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তবে আগুন দেখার সাথে সাথে মেডিসিন পুরুষ ওয়ার্ডের রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

গত বছর একই দিনে অর্থাৎ ৩১ জানুয়ারি দিনাজপুর মেডিকাল কলেজ হাসপাতাল (তৎকালিন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল) এর কিডনি ডায়ালাইসিস ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

৩১ জুলাই' ২০২৪ (বুধবার) রাত ৮ টার দিকে রোগীর ডায়ালাসিস করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তৎকালিক হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা সেসময় জানান, বুধবার রাত ৮ টার দিকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ইউনিটে ইয়াসমিন (৩২) নামে এক রোগীর কিডনি ডায়ারাসিস করা হচ্ছিল। এ সময় তার অক্সিজেনের প্রয়োজন হয়।দ্রুত একটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসে রোগীকে অক্সিজেন দেয়া হয়।এ সময় অক্সিজেন বাড়ানো ও কমানোর সময় সিলিন্ডারের ত্রুটির কারণে সেটি বিস্ফোরিত হয়ে ডায়ালাইসিস মেশিন ও শয্যায় আগুন লেগে যায়। এতে আয়া বাবলী হাত পুড়ে যায়। আগুন ও ধোয়া দ্রুত ছড়িয়ে পড়ে।'

(এসএএস/এএস/জানুয়ারি ৩১, ২০২৫)