রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম ও মেলান্দহ পৌর আওয়ামী লীগের সহসভাপতি মাসুম পারভেজ মুকুলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অপরজন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মমিনুল ইসলাম মোবারক। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সল আতিক জানান, গত ২৪ ঘন্টায় জুলাই-আগস্টের ঘটনা ও নাশকতার অভিযোগে জামালপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাইফুল ইসলাম, মেলান্দহ পৌর আওয়ামী লীগের সহসভাপতি মাসুম পারভেজ মুকুলকে গ্রেফতার করা হয়। এছাড়া সম্প্রতি শহরের ফৌজদারি এলাকায় রাষ্ট্রের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য একটি মিছিল বের করা হয়। সেই মিছিলের একজন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মমিনুল ইসলাম মোবারককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে যথাযথ আইনু প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, গত শনিবার সকালে শহরের ফৌজদারি মোড়ে মুজিব বাহিনীর ব্যানারে মিছিল করে যুবলীগ, ছাত্রলীগ সেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। এর প্রতিবাদে ও মিছিলকারীদের গ্রেপ্তারের দাবিতে গত রবিবার দুপুরে শহরের প্রধান সড়ক সাড়ে তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এরপর থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা শুরু করে পুলিশ প্রশাসন।

(আরআর/এসপি/জানুয়ারি ৩১, ২০২৫)