পাংশায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ওসির স্মৃতিচারণ করলেন ওসি সালাউদ্দিন
একে আজাদ, রাজবাড়ী : ২০০৪ সালের এই দিনে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টায়, সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ওসি মিজানুর রহমান। তার স্মৃতিচারণ অনুষ্ঠানে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন।
স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাংসা মডেল থানার ওসি তদন্ত মোঃ রাশিদুল ইসলাম, পাট্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আকিদুল ইসলাম, পাট্টা ইউনিয়ন পরিষদের মেম্বার ও পাংশা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক অতুল সরকার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
২০০৪ সালের ৩১ শে জানুয়ারি রাত বারোটার দিকে পাংশার পাট্টা ইউনিয়নের জাগিরকয়া বাজারের পুর্ব পাশে রাস্তার উপরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তৎকালীন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
একদল সন্ত্রাসী গোপন বৈঠক করছে, এমন সংবাদের ভিত্তিতে রাত বারোটার দিকে ওসি মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালাতে গেলে, রাস্তার পাশে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ওসিকে লক্ষ করে গুলিবর্ষণ শুরু করে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই নিহত হন ওসি মিজানুর রহমান।
এলাকা সুত্রে জানা যায়, তৎকালীন পাংশা দক্ষিণ অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী সজল গ্রুপের প্রধান, সজলের নেতৃত্বে এই হামলা সংগঠিত হয়। পরবর্তীতে সজল পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হলেও অন্যান্য আসামীরা বিভিন্ন সময়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়।
নিহত ওসি'র স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দিন বলেন, মিজানুর রহমান ছিলেন একজন সৎ এবং সাহসী পুলিশ অফিসার। তিনি দেশের জন্য সন্ত্রাসীদের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছেন। এমন সাহসী পুলিশ অফিসার পুরো পুলিশ বাহিনীর জন্য গর্বের বিষয়।
(ওএস/এসপি/জানুয়ারি ৩১, ২০২৫)