সোনারগাঁয়ে অপহরণ ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার
শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মোহাম্মদ আলী নামের এক প্রবাসীকে অপহরণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি সামসুজ্জামান মোল্লা রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার সকালে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সামসুজ্জামান মোল্লা রনি সাতভাইয়া পাড়া এলাকার মৃত আব্দুল বাসেদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সামসুজ্জামান মোল্লা রনির সাথে মদনপুর চাঁনপুর এলাকার ডেনমার্ক প্রবাসী মোহাম্মদ আলীর পূর্ব শত্রুতা চলে আসছিল। এরই প্রেক্ষিতে গত ২৫ জানুয়ারী শনিবার মদনপুর এলাকা থেকে মোহাম্মদ আলীকে অপহরণ করে মুক্তিপন হিসেবে এক কোটি টাকা দাবি করা হয়। এঘটনায় অপহৃত প্রবাসীর স্ত্রী শরমিলা বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে বৃহস্পতিবার সকালে সাতভাইয়া পাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে সামসুজ্জামান রনিকে গ্রেপ্তার করে।
পুলিশ আরো জানায়, গত ৪ আগষ্ট বিকেলে কাঁচপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পন্ড করতে ককটেল বিস্ফোরণ ও দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি ছোড়ে। এসময় আশিক মিয়া নামে এক শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় সামসুজ্জামান মোল্লা রনি এজাহার নামীয় ১৩৫ নং আসামি।
এদিকে গ্রেপ্তারকৃত রনির বড় ভাই মনির হোসেন জানান, মোহাম্মদ আলী ডেনমার্কে লোক পাঠানোর কথা বলে রনির কাছ থেকে ৯০ লাখ টাকা নিয়ে আত্মগোপনে চলে যায়। যাদের কাছ থেকে রনি টাকা নিয়েছে তারাও তাকে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। মোহাম্মদ আলী প্রকাশ্যে আসার পর তাকে ডেকে এনে টাকা উদ্ধারের চেষ্টা করেন। তবে তাকে অপহরণ করা হয়নি বলে জানান।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, রনিকে অপহরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল আদালতে পাঠানো হবে। পরবর্তীতে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় এরেস্ট দেখানো হবে।
(এসবি/এসপি/জানুয়ারি ৩১, ২০২৫)