গৌরনদীতে কৃষক সমাবেশ

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে ৩ মাস ব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের কৃষক সমাবেশ গতকাল বৃহস্পতিবার বিকেলে মাহিলাড়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহসাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন।
ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুর রহিম সরদারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তার সঞ্চালনায় বক্তব্য রাখেন বরিশাল জেলা কৃষকদলের সদস্য সচিব মহসিন আলম, সফিউল আলম সাফরুল, মাদারীপুর জেলা কৃষকদলের সদস্য সচিব অহিদুজ্জামান খান, উপজেলা কৃষকদলের আহবায়ক আবুল কালাম, যুবদল নেতা সবুজ সিকদার সহ অন্যান্যরা। সমাবেশে উপজেলা ও ইউনিয়ন কৃষকদলের নেতাকর্মী ও সাধারণ কৃষকরা অংশগ্রহণ করেন।
(টিবি/এসপি/জানুয়ারি ৩১, ২০২৫)