তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত

চপল রায়, ভোলা : তজুমদ্দিনের খ্যাতিমান সাংবাদিক ও তজুমদ্দিন প্রেসক্লাবের আহবায়ক ফখরে আযম পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত করেছেন তজুমদ্দিন এর সকল সাংবাদিকগণ।
গত মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক মাওলানা আব্দুল জলিল। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক সাংবাদিক সাঈদুর হক মুরাদ সহ অন্যান্যরা।
কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট এ ভর্তি হন সাংবাদিক পলাশ। অবস্থার উন্নতি হলে তাকে বাসায় বিশ্রাম নিতে পরামর্শ দেন চিকিৎসকরা। হার্টের ব্লক থাকায় অস্ত্রোপচাররের জন্য সকলের কাছে আগাম দোয়া চেয়েছেন তজুমদ্দিনের গুণী এই সাংবাদিক।
উল্লেখ্য, ফখরে আযম পলাশ দীর্ঘদিন যাবত দৈনিক বাংলার কণ্ঠের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন এবং তার অনবদ্য লেখনীর মাধ্যমে সমাজ গঠনে নিরন্তর ভূমিকা রেখে চলেছেন।
(সিআর/এসপি/জানুয়ারি ৩১, ২০২৫)