দীপক চন্দ্র পাল, ধামরাই : মোবাইল রোগে আক্রান্ত নয় এমন শিশু কিশোর ও বয়োজ্যেষ্ঠ মানুষ কমই আছে। ইদানিং কালে শিশু কিশোররা অতি মোবাইল ব্যবহারে আক্রান্ত হয়ে পড়েছে।কাজ কর্ম ফেলে একাগ্র ভাবে মোবাইল দেখে সব বয়সী মানুষ।

এখন স্কুলগামী সব শ্রেণীর শিশু কিশোররা মোবাইল দেখে লেখা পড়া রেখেই। লেখা পড়্য়া এমন মনোযোগী হলে শিক্ষা জীবন লাভবান হতো। শিশুটির এমন মনোযোগ মোবাইলে অবাক করার মত। ডান বায়ে কোনো কিছুর প্রতি তার খেয়াল নেই।পড়া লেখায় মনোযোগী হলে অভিভাবকরা প্রশান্তি অনুভব করতো।

ক্যামেরায় ধারন কৃত ছবিটির শিশুটি ধামর্ইায়ের একটি স্কুলে প্লে গ্রুপে পড়ে। শিশুটিকে কয়েকবার ডেকেও সাড়া মিলেনি এতো মনোযোগি মোবাইলে। মোবাইল ব্যবহারের ক্ষেত্রে সরকারী কিছু বিধি নিষেধ জরুরী বলে অভিভাবক মহল মনে করেন।

(ডিসিপি/এসপি/জানুয়ারি ২৯, ২০২৫)