ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরবে পৃথক অভিযানে চিহ্নিত ৩ ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা। ২৮ জানুয়ারি মঙ্গলবার দুপুরের তাদেরকে ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট বাসস্ট্যান্ড ও পৌর বাস টার্মিনাল এলাকা থেকে আটক করা হয়। রাত সাড়ে ৮টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
এ ঘটনায় আটককৃতরা হলো, ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার মো. বাবু মিয়ার ছেলে ছিনতাইকারী আশরাত হোসাইন পুণ্য (২৫), একই এলাকার মৃত আরশাদ মিয়ার ছেলে মো. রকমত উল্লাহ (২১) ও কমলপুর এলাকার মৃত নাজমুল হকের ছেলে এজাজুল হক ইয়াছিন (২৩)।
ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরি এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট বাসস্ট্যান্ড থেকে ছিনতাইকারী আশরাত হোসাইন পুণ্যকে ও দুপুর তিনটায় পৌরবাস টার্মিনাল থেকে ছিনতাইকারী মো. রকমত উল্লাহ ও এজাজুল হক ইয়াছিনকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, এই চক্রটি দীর্ঘদিন যাবৎ ভৈরবে বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে আসছে। আসামিগণ ছিনতাই করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো। ছিনতাইকারীদের বিরুদ্ধে র্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
(এসএস/এএস/জানুয়ারি ২৯, ২০২৫)