সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারীকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। ২৮ জানুয়ারি মঙ্গলবার সকালে পৌর শহরের স্টেডিয়াম পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের দেয়া তথ্য মতে দিনভর অভিযান শেষে রাতে তাদের আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, ভৈরব উপজেলা লুন্দিয়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে ইকবাল হোসেন (৩০), কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার খরগাও পাচলিপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ফারুক মিয়া (৫০), একই উপজেলার করগাঁও গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে নুর মোহাম্মদ (২৪) ও সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার বারহাল বাদাঘাট এলাকার শফিকুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম অন্তর (২৫)।

এ বিষয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, সকাল থেকে পৌর শহরের স্টেডিয়াম পাড়ায় অভিযান পরিচালনা করেন ভৈরব থানা পুলিশ। সকাল ৮টায় স্টেডিয়াম পাড়ায় মসজিদের পশ্চিম পাশ এলাকায় সিএনজি আটক করে তল্লাশি চালানো হয়। এসময় সিএনজিতে অভিনব কায়দায় রাখা ১০ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় সিএনজি চালক ফারুক মিয়া ও নুর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। এদিকে সকাল ১০টায় স্টেডিয়াম পাড়ায় দুলাল মিয়ার চায়ের দোকানের সামনে একটি মোটরসাইকেল আটক করে দুইজন আরোহীকে তল্লাশি করে ৬শ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই মাদককারবারী ইকবাল হোসেন ও অন্তরকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ভৈরব থানা পুলিশ উপ-পরিদর্শক নুরুল হুদা বলেন, দীর্ঘদিন যাবত লুন্দিয়া, মেন্দিপুর ও শ্রীনগর এলাকার নদীপথে মাদকের চালান স্টেডিয়াম এলাকার সড়ক দিয়ে পাচার করা হয়। ভৈরব সার্কেল এসপি স্যার ও ওসি স্যারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে চারজন মাদককারবারীকে গাঁজা ও ইয়াবাসহ আটক করা হয়েছে।

(এসএস/এএস/জানুয়ারি ২৯, ২০২৫)