সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে ভৈরবে শুরু হয়েছে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান।

আজ মঙ্গলবার পৌর শহরের রেলওয়ে স্টেশন রোড থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি, ভৈরব রেলওয়ে জংশন স্টেশন মাস্টার ইউসুফ অপু, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, পৌর নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ পিপিএম প্রমুখ।

এছাড়াও অভিযানে পৌরসভার বিভিন্ন শ্রেণির কর্মকর্তারাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হচ্ছে। পৌর শহরের ময়লার জন্য ডাম্পিং এর জায়গা ছিল রেলওয়ে স্টেশন এলাকাটি। কিন্তু রেলওয়ে স্টেশনের বিভিন্ন জায়গা থেকে আসা সর্বসাধারণের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এখানে দুর্গন্ধ সৃষ্টি হয় ও ভৈরবে দৃষ্টিনন্দনের কিছু বিষয় থাকে। এদিক থেকে ভৈরবকে একটি নেগেটিভ হিসেবে উপস্থাপন করে। আমাদের অভিযান কার্যক্রম শুধু আজকের জন্য নয় ভৈরবে সকল দপ্তর ও সর্বস্তরের মানুষকে নিয়ে ধারাবাহিক ভাবে ভৈরবে পরিচ্ছন্ন অভিযান অব্যাহত রাখবো। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

(এসএস/এসপি/জানুয়ারি ২৮, ২০২৫)