সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই স্লোগানকে সামনে রেখে ভৈরবে দুই দিনব্যাপী শুরু হয়েছে বিজ্ঞান মেলা। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ১৬টি স্কুল কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী আবিষ্কার নিয়ে ১৬টি স্টল সাজিয়েছেন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, সমাজসেবা কর্মকর্তা রিফফাত জাহান ত্রপা, মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন নাহার তাসমিন প্রমুখ।

উদ্বোধন শেষে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের সাজানো স্টলগুলো ঘুরে দেখেন অতিথিবৃন্দ। এসময় শিক্ষার্থীরা তাদের আবিষ্কারের সুফল অতিথিবৃন্দের কাছে বর্ণনা করেন।

(এসএস/এসপি/জানুয়ারি ২৮, ২০২৫)