রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলা পরিষদ আয়োজিত তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে 'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১১ টায় ফরিদপুর সদর উপজেলা হল রুমে অনুষ্ঠেয় ওই কর্মশালায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান। কর্মশালায় অন্যান্য ‌বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচী, ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ আল সিদ্দিকী প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান, কাজী জেবা তাসনিমসহ অন্যান্য ছাত্র প্রতিনিধিগণ।

কর্মশালায় নতুন বাংলাদেশ গঠনে তরুনদের ভাবনা ও মতামত, সরকারের বিভিন্ন সংস্কার প্রস্তাবে কি কি সংস্কার প্রয়োজন এই বিষয়ে মতামত গ্রহণ ও আলোচনা করা হয়।

এছাড়া, কর্মশালাটি শুরু হওয়ার পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে বিষয়ে একটি র‍্যালি বের করেন আয়োজকেরা, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার সূচনা স্থলে এসে শেষ হয়।

(আরআর/এএস/জানুয়ারি ২৮, ২০২৫)