সাদুল্লাপুরে জোরপূর্বক কৃষকের জমি থেকে আলুর গাছ কর্তন

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্লাপুরে সাদেকুল ইসলাম নামের এক কৃষকের জমি থেকে জোরপূর্বক আলুর গাছ কর্তন করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে গত শনিবার দুপুরে উপজেলার মহিপুর ফজোপাড়া গ্রামে।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষক সাদেকুল ইসলাম সাদুল্লাপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।সাদেকুল ইসলাম ওই গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।
সাদেকুল ইসলাম ইসলামের অভিযোগে জানা গেছে, তিনি তার বাড়ীর পাশে ১০ শতকের একটি জমি পৈত্রিক সূত্রে ভোগ করে আসছেন, এবার ওই জমিতে আলুর বীজ রোপন করলে গাছগুলো বড় হতে থাকলে ২৫ জানুয়ারি শনিবার দুপুরে একই গ্রামের জয়নাল আবেদিন বাদশার ছেলে রতন মিয়া ও নয়ন মিয়া, মৃত ইমান উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন ও তার ছেলে আনোয়ার হোসেন বহিরাগত আরো ১০-১২ জন লোকজন নিয়ে ওই জমি বেদখল করার পায়তারা করে জমিতে থাকা আলুর গাছগুলোর ক্ষতি সাধন করতে থাকে, এ সময় সাদেকুল ইসলামের ভাই নুর আলম তাদে বাধা নিষেধ করলে তারা নুর আলমকে মারপিট করার উপক্রম হলে তিনি দৌড়ে বাড়িতে যায়। সাদেকুল ইসলাম জানান এতে তার বিশ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে।
এ ব্যাপারে সাদেকুল ইসলাম বাদী হয়ে সাদুল্লাপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
(আরআই/এসপি/জানুয়ারি ২৭, ২০২৫)