রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে ইটের প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তির উপর হামলা চালিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষকে অতর্কিত এউ হামলায় আহত শহিদুল ইসলামকে চিকিৎসার জন্য পলাশবাড়ী হামপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে শহিদুল ইসলাম বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি এজাহার দাখিল করেছেন। ঘটনাটি ঘটেছে ২৪ জানুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গি গ্রামে।

শহিদুল ইসলামের অভিযোগে জানা গেছে ঝালিঙ্গি গ্রামের এজাজুল সরকার ও তার ছেলে মিশুক সরকারসহ তাদের অনুসারিরা জোরপূর্বক শহিদুল ইসলামের বাড়ীর পাশে শহিদুল ইসলামের জমিতে ইটের প্রাচীর দিতে যায় এ সময় শহিদুল ইসলাম বাধা দিলে এজাজুল ও তার ছেলে বাঁশের লাঠি, লোহার শাবলসহ দেশীও অস্ত্র দিয়ে শহিদুল ইসলামের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেন, পরে এলাকাবাসী আহত শহিদুলকে উদ্ধার করে পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করান। এ ব্যাপারে শহিদুল বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি এজাহার দাখিল করেছেন।

(আরআই/এএস/জানুয়ারি ২৫, ২০২৫)