স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড়  সদর উপজেলার গরিনাবাড়ি  সমাজ কল্যাণ ক্লাব আয়োজিত, ফুটকিবাড়ি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত, মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব ২৫জানুয়ারি বেলা ৩টায় ফুটকি বাড়ি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

নির্ধারিত সময়ে খেলা অমিমাংসিত থাকায় খেলা গড়ায় টাইবেকারে। এতে ৩-২গোলে পঞ্চগড় সদর উপজেলার মাগুরা পাঠাগার ও সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে তেঁতুলিয়া উপজেলার শালবাহান লাল সবুজ ফুটবল একাডেমি। ম্যান অব দা টুর্নামেন্ট হয়েছে চ্যাম্পিয়ন দলের গোলকিপার মুঈন।

ম্যান অব দা ম্যাচ হবার গৌরব অর্জন করেছে রানারআপ দলের লুইস। চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, তেঁতুলিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মো.রেজাউল করিম শাহিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ও দায়রাজজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আদম সুফি, পঞ্চগড় জেলা ও দায়রাজজ আদালতের জিপিপি এবং পঞ্চগড় পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট এম এ বারী । টুর্নামেন্টির প্রধানপৃষ্ঠাপোষকতা করেন মাগুর সিপাইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ফজলুল করিম মন্ডল। পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করেছেন বিশিষ্ট নাট্যকার ও কলামিস্ট রহিম আব্দুর রহিম।

১০নং গরিনা বাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.বাবুল হক এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গরিনাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ারা হোসেন দীপু,ফুটকিবাড়ি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এমদাদুল হক,পঞ্চগড় জেলা মহিলা দলের সভানেত্রী লায়লা আরজুমান্দ বানু (মুক্তি), বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম সোহেল, গরিনাবাড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শ্রী বাবু ভগদেশ চন্দ্র ঘোষ, পঞ্চগড় চেম্বার অব কর্মাসের পরিচালক এবং পৌর বিএনপির আহবায়ক মো.হায়াতুল আলম।টুর্নামেন্টের মাঠ পরিচালনা কমিটির সভাপতি এবং টুর্নামেন্টের সার্বিক দায়িত্ব পালন করেন তরুন ক্রীড়া উদ্যোক্তা করিমুল ইসলাম মন্ডল।

খেলায় মধ্যমাঠ পরিচালনা করেন পঞ্চগড় জেলা রেফারি সমিতির সুদক্ষ পরিচালক রাশেদুজ্জামান রাশেদ । সহযোগী পরিচালকের দায়িত্ব পালন করেন মো.আসাদুজ্জামান জুয়েল ও নুরুজ্জামান নুরু।

ধারা বর্ণনায় ছিলেন রবিউল ইসলাম রবি। শীতের দুপুরে মিষ্টি রোদে প্রায় ১০হাজার নারী পুরুষ শিশু-কিশোর বয়:বৃদ্ধরা এই টুনামেন্টের ফাইনাল পর্ব উপভোগ করেন।

(এআর/এএস/জানুয়ারি ২৫, ২০২৫)