পাংশায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে রাসেল মন্ডল (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের আরও ২ আরোহী আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১১ টার দিকে৷ পাংশা উপজেলার যশাই ইউনিয়নের উদয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল মন্ডল পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের বক্কার মন্ডলের ছেলে।সে ওই মোটরসাইকেলের চালক ছিলেন।
স্থানীয়রা জানান, গত রাতে নিহত রাসেল মন্ডল ১৫০ সিসির মোটরসাইকেলে সে সহ ৪ জন পাংশার উদ্দেশ্যে রওয়ানা হয়।পথে পাংশার দিক থেকে আশা ভ্যান গাড়ির সাথে সংঘর্ষ বাঁধে। পরে তাদের উদ্ধার করে পথে পাংশা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ফরিদপুর নেওয়ার পথে রাসেল মন্ডলের মৃত্যু হয়।বাকি দুই জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন আমি জানতে পেরেছি এক জনের মৃত্য হয়েছে। অন্য দুইজন হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।
(একে/এএস/জানুয়ারি ২৪, ২০২৫)