নগরকান্দা প্রতিনিধি : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪ টায় নগরকান্দা গার্ল্স স্কুল মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু।

আলোচনা সভায় বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আলী মিয়া, আলমগীর হোসেন বকুল মাতুব্বর, আলিমুজ্জামান সেলু, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান মুন্সী, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, রবিউল ইসলাম বাবু, সরকারি নগরকান্দা কলেজ ছাত্রদলের সদস্য সচিব আলী আকবর শরীফ আরমান ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুজন, রবিউল ইসলাম বাবু প্রমুখ।

(পিবি/এএস/জানুয়ারি ২৩, ২০২৫)