নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার মেরুরচর ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এরশাদ মিয়া ও জাকির মাস্টার। বুধবার (২২) গভীর রাতে পৌর এলাকার সরদার পাড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নাশকতার মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুই নেতাকে আদালতে পাঠানো হয়েছে।
(আরআর/এসপি/জানুয়ারি ২৩, ২০২৫)