বিকাশ স্বর্নকার, সোনাতলা : আনন্দ ঘন পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো বগুড়ার সোনাতলায় ব্যাংকার সমিতির নৈশভোজ। 

গত বুধবার রাতে পৌর অডিটরিয়াম হলরুমে ব্যাংকার সমিতির সার্বিক তত্ত্বাবধানে সদস্যদের পরিবার বর্গ নিয়ে এ আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি সবাইকে বিমোহিত করে। বিশেষ করে খুদে সোনামনিদের হৈ হুল্লোড়ে হল রুম প্রাণবন্ত। অনুষ্ঠানের কেক কেটে শুভ সুচনা করেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক। কেক কর্তন অনুষ্ঠানে প্রতিটি ব্যাংকের শাখা ব্যবস্থাপক, থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী সহ ছিলেন ইউএনও'র বাবা-মা। ফলে ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তা-কর্মচারীদের স্ব-পরিবারে উপস্থিতিতে এক অভূতপূর্ব মিলন মেলায় রুপ নেয়। এসময়ে একে অপরের সঙ্গে গল্প গুজব আড্ডায় মেতে ওঠেন। এদিকে এক্সিম ব্যাংকের শাখা ব্যবস্থাপক আব্দুর রব এর সুললিত কন্ঠ সেই সাথে সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাহবুব রহমান এ দু'জনের সঞ্চালনায় অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত। এতে কবিতা আবৃত্তি করেন থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী, সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাহবুব রহমান এর সহধর্মিণী তার কবিতায় সমসাময়িক ও দ্রব্যমূল্যের অস্থিরতার চিত্র উঠে আসে। সর্বশেষ ইউএনও'র গাওয়া পুরোনো দিনের গান উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়। অনুষ্ঠান শেষে রাফেল-ড্র টিকেটে বিজয়ীদের মাঝে শুভেচ্ছা পুরস্কার তুলে দেয়া হয়। লটারির-ড্র পরিচালনার সময়ে সকল ব্যাংকের শাখা ব্যবস্থাপক, ইউএনও সহ থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন। পরিশেষে রাতের নৈশভোজে সবাই অংশগ্রহণ করেন।

(বিএস/এসপি/জানুয়ারি ২৩, ২০২৫)