ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ভোটার তথ্য হালনাগাদ কার্যক্রমে সহযোগীতার জন্য বিএনপি’র নেতা-কর্মীদের আহব্বান জানিয়েছেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব জাকারিয়া পিন্টু। এরই প্রেক্ষিতে বুধবার (২২ জানুয়ারী) বিকালে রেলগেট সংলগ্ন পৌর বিএনপির উদ্যোগে জাকারিয়া এন্টারপ্রাইজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপিতত্ব করেন পৌর বিএনপি'র প্রস্তাবিত কমিটির আহব্বায়ক এস এম ফজলুর রহমান। অতিথি ছিলেন উপজেলা বিএনপির প্রস্তাবিত কমিটির আহব্বায়ক আহসান হাবীব। পরিচালনা করেন পৌর বিএনপি'র প্রস্তাবিত সদস্য সচিব বিষ্টু কুমার সরকার।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী, পৌর বিএনপি’র যুগ্ম আহব্বায়ক আশিকুর রহমান নান্নু, যুগ্ম আহব্বায়ক আমিনুর রহমান স্বপন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক এস এম মামুনুর রশিদ নান্টু, যুগ্ন আহব্বায়ক ফারুক ফরাজি, যুগ্ম আহব্বায়ক রুমন আলী, উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহব্বায়ক মুস্তাফিজুর রহমান বিটু, পৌর ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহব্বায়ক নাজমুল হাসান রিসাদ, কলেজ ছাত্রদলের আহব্বায়ক মাহমুদুল ইসলাম শাওন প্রমুখ।

(এসকেকে/এএস/জানুয়ারি ২৩, ২০২৫)