মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের পাড়ুয়ারকুল এলাকায় দু-পক্ষের সংঘর্ষে ভাংচুরকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব,রবিউল ইসলাম নয়ন।

"নতুন আলোয় ঘর বাঁধি' সম্প্রীতির গল্প লিখি" এ স্লোগানকে সামনে রেখে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বুধবার বিকালে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন।তাদের খোঁজ খবর নেন এবং সর্বাত্মক পাশে থেকে সাহায্য ও সহযোগিতার অঙ্গীকার করেন। উপজেলার পাডুয়ারকুল গ্রামে ঢেউটিন বিতরণ অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মোঃ গোলাম আজম সাবু,সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম খান বাচ্চু, সাবেক সদস্য সচিব মোঃ আক্তারুজ্জামান, সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ ইউনুস আলী সরদার, সাবেক যুগ্ম-আহবায়ক জহুরুল হক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, উপজেলা যুবদলের সদস্য সচিব, শরিফুজ্জামান শরীফ, স্থানীয় বাবুখালী ইউনিয়ন বিএনপি'র নেতা তৈয়ব আলী, আল কালাম ওহাব মৃধা, মনিরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব,রজব আলী।

(বিএসআর/এএস/জানুয়ারি ২৩, ২০২৫)