কোষ্টগার্ডের বিশেষ অভিযান
শ্যামনগরে দেশীয় অস্ত্র-ককটেলসহ আটক ২
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : দুইটি দেশীয় অস্ত্র, দুটি তাজা ককটেল ও অস্ত্র তৈরীর সরঞ্জামসহ দুজনকে আটক করা হয়েছে। কোষ্টগার্ডের বিশেষ অভিযানে গতকাল মঙ্গলবার রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাংড়ামারি গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাংড়ামারি গ্রামের মৃত আসাদুল্লাহ আল গালিবের ছেলে মোঃ মাসুম বিল্লাহ (৪৫) ও একই গ্রামের আব্দুস সাত্তার খাঁর ছেলে মোঃ শফিউল্লাহ খাঁ (৩০)।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রা ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন গাংড়ামারি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে দুইটি অবৈধ দেশীয় একনালা পাইপ গান, দুইটি ককটেল, একটি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জামসহ দুইজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক দুজনকে অস্ত্রসহ আটককৃত সন্ত্রাসীদের জব্দকৃত সকল আলামতসহ শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে।
জানতে চাইলে আটককৃত শফিউল্লাহ খাঁ’র ভাই ওসমান গণি বলেন, তার ভাই শফিউল্লাহকে তাদের গ্রামের আসাদুল্লাহ জোয়ারদারের ছেলে গাবুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মুজিবুল্লাহ পরিকল্পিতভাবে আটক করিয়েছে। আটককালে শফিউল্লাহর কাছ থেকে কোন অস্ত্র উদ্ধার হয়নি।
একইভাবে আটককৃত মাসুম বিল্লার চাচা ডাঃ আসাবুল্লাহ জানান, মাসুম বিল্লাহ তার বোনেদের জমি নিয়ে এবার ঘের করতে চেয়েছিল। তার পরিকল্পিতভাবে ভাইকে অস্ত্র দিয়ে আটক করিয়েছে মুজিবুল্লাহ।
এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর মোল্লার সঙ্গে বুধবার সন্ধ্যায় তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
(আরকে/এসপি/জানুয়ারি ২২, ২০২৫)