তারুণ্যের উৎসব: যুক্তিতর্কে মেতে উঠে পঞ্চগড় স্টেডিয়াম
রহিম আব্দুর রহিম, পঞ্চগড় : পঞ্চগড় জেলা প্রশাসন আয়োজিত তারুণ্যের উৎসবের ৯-এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সারাদিন ব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় জেলার ৫টি উপজেলার স্কুল পর্যায়ের ৮টি এবং কলেজ পর্যায়ে ৮ দল অংশ গ্রহণ করে।
স্কুল পর্যায়ে 'জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোঁয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ’ এই প্রস্তাবের উপর যুক্তিতর্ক উপস্থাপন করে চ্যাম্পিয়ন হয় তেঁতুলিয়া কাজী সাহাব উদ্দীন গার্লস স্কুল এন্ড কলেজ, রানারআপ হয়েছে করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন পঞ্চগড়।
কলেজ পর্যায়ে "ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তি সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ"এই প্রস্তাবের উপর যুক্তিতর্ক উপস্থাপন করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ, রানারআপ হয়েছে বোদা মডেল পাইলট স্কুল এন্ড কলেজ।
বিতর্ক শেষে চ্যাম্পিয়ন ও রানার দলের মাঝে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড় জেলা জামায়েত ইসলামের আমির অধ্যাপক ইকবাল হোসাইন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ২৯বীর সৈয়দপুর সেনানিবাসের লেঃ কর্নেল ইউসুফ, পঞ্চগড় ১৮ বিজিবি'র অধিনায়ক লেঃকর্নেল মনিরুল ইসলাম, এভারেস্ট ফার্মাসিউটিক্যাল পরিচালক মোহাম্মদ মজনু মোল্লা, এভারেস্ট এগ্রি এন্ড ফ্রুর্টিকালচার প্রজেক্ট ম্যানেজার ও শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ, পঞ্চগড় জেলা ও দায়রাজজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আদম সুফি, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো.ইয়াছিনুল হক (দুলাল) ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আক্তারুজ্জামান।
দিনব্যাপী অনুষ্ঠিত বিতর্ক পর্বের বিশ্লেষণ পূ্র্বক বিচারকার্য সম্পন্ন করেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন, বর্তমান সভাপতি অর্পিতা গোলজার, সাধারণ সম্পাদক আদনান মুস্তারি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাফসানা রহমান অন্তরা ও বর্তমান সহ-সভাপতি নাহিদ হাসান সানিসহ ১২ সদস্যের একটি সুদক্ষ দল।
(আরএআর/এসপি/জানুয়ারি ২২, ২০২৫)