বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক হার্ডওয়ার ব্যবসায়ী সুফল কুমার দাসকে মারধর করে মেয়ের বিয়ের আয়োজনের টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের গয়ানাথ দাসের ছেলে। সুফল কুমার দাস আড়কান্দি বাজার বনিক সমিতির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য।  

গত মঙ্গলবার রাতে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া বাজারে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী সুফল কুমার দাস বলেন, গত মঙ্গলবার রাতে বাঘুটিয়া গ্রামের ফরিদ শেখের ছেলে প্রিন্স (আনোয়ার) মোবাইল ফোনে বাঘুটিয়া বাজারে আরব আলী মেম্বারের দোকানে আসতে বলেন। রাত ৭টার দিকে বাঘুটিয়া বাজারে উপস্থিত হলে ওৎ পেতে থাকা প্রিন্স ও তার সহযোগী স্বধীন শেখ, বিকাশ বিশ্বাস, মাসুদ শেখ, বছির মোল্লাসহ ৬-৭ জন দুর্বৃত্ত ঘিরে ধরে মারধর শুরু করে। মারধরে তিনি গুরুতর আহত হন।

এসময় তার কাছে থাকা মেয়ে বিয়ের জন্য মাছ কেনার ৪২ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এছাড়া তার মেয়ে বিয়ের আগেই দেড় লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে আগামী ২৪ জানুয়ারি রাতে তার মেয়েকে বিয়ের আসর থেকে উঠিয়ে নিয়ে আসার হুমকি দেয়। এ বিষয়ে বুধবার বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(একে/এসপি/জানুয়ারি ২২, ২০২৫)