রাজবাড়ীতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অফিসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করা হয়েছে মোঃ মেহেদী হাসান মিলনকে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর দেড় টা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া শ্যামামোহন ইনস্টিটিউশন স্কুলের প্রধান শিক্ষিক (ভারপ্রাপ্ত) রাশিদা সুলতানার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ, সমাবেশ ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া শ্যামামোহন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষিক রাশিদা সুলতানা স্কুলের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের জন্য ছাত্র-ছাত্রীদের নিকট থেকে টাকা উত্তোলন করেন। কিন্তু তিনি অনুষ্ঠানটি না করে অর্থ নিজের কাছে রেখে দেন। এবং গত বছর ও প্রায় ৭৫ হাজার টাকা ছাত্র-ছাত্রীদের কাছ থেকে উত্তোলন করলেও কোন অনুষ্ঠান করেননি। এ কারণে প্রধান শিক্ষিকা রাশিদা সুলতানার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়ম ও অপসারণের জন্য বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ।
বিষয়টি জানতে পেরে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান স্কুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহকারি কমিশনার (ভূমি) মোঃ এহশানুল হক শিপন, উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানাকে পাঠান। তারা স্কুলের সকল ছাত্রছাত্রীদের দাবীর সাথে একাত্মতা প্রকাশ করে তদন্তপূর্ব ব্যবস্থা গ্রহণের আশ্বস্ত করেন। পরে প্রধান শিক্ষক রাশিদা সুলতানাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মেহেদী হাসান মিলনকে দায়িত্বভার অর্পণ করেন। এসময় প্রধান শিক্ষক অসুস্থ হয়ে পড়লে তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সহকারি কমিশনার (ভূমি) মোঃ এহশানুল হক শিপন বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ও দাবীর প্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশিদা সুলতানাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মেহেদী হাসান মিলনকে দায়িত্বভার অর্পণ করা হয়েছে। তবে তাদের সামনেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসুস্থ হয়ে পড়েন বলেও স্বীকার করেন।
(একে/এসপি/জানুয়ারি ২২, ২০২৫)