নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলা যুবদল এর উদ্যোগে সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার বিকেলে উপজেলার বনপাড়া পৌরসভা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা যুবদল সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান পারভেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি এ. হাই তালুকদার ডালিম।

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদল এর সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান , সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ সহ সকল ইউনিয়ন যুবদলের সভাপতি-সম্পাদকবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপজেলার মোট ৭টি ইউনিয়নের জন্য দুই হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন যুবদলের সভাপতি -সম্পাদকের হাতে ২ হাজার কম্বল হস্তান্তর করা হয়।

(এডিকে/এসপি/জানুয়ারি ২২, ২০২৫)