একে আজাদ, রাজবাড়ী : এসো দেশ বদলাই-পৃথীবি বদলাই” এ স্লোাগানকে সামনে রেখে রাজবাড়ীতে তিন দিনব্যাপী তারুণ্য মেলা শুরু হয়েছে।

বুধবার সকালে রাজবাড়ী জেলা শহরের ঐতিহ্যবাহি ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের মাঠে ফিতা ও কেক কেটে তিন দিন ব্যাপী তারুণ্য মেলার উদ্বোধন করেন, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক। এ সময় ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি রাজবাড়ী শাখার ব্যবস্থাপক মোঃ ইশরাকুজ্জামান, রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধু সুদন সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সহকারী শিক্ষক আব্দুল মজিদ।

প্রধান অতিথির বক্তৃতায় রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক বলেন, নতুন প্রজন্মকে পড়াশোনায় বেশি মনোযোগি হতে হবে। দেশ গঠনে এই প্রজন্মকে গড়ে তোলার দ্বায়িত্ব শিক্ষকদের। একটি সুন্দর বাংলাদেশ গঠনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করতে হবে।

এর আগে সকালে তিন দিন ব্যাপী তারুণ্য মেলা উপলক্ষে ইয়াছিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে বের করা হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।
তিনদিন ব্যাপী এ মেলায় ২৩ টি স্টল স্থান পেয়েছে, যা পুরুষ্কার বিতরনের মধ্য দিয়ে আগামী শনিবার শেষ হবে।

(একে/এএস/জানুয়ারি ২২, ২০২৫)