একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অভিযানে দুইশত পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ মোঃ শাহাদাত হোসেন (৩৫) একজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। সে রাজবাড়ীর পাংশা উপজেলার মৈশালা গ্রামের জব্বার মন্ডলের ছেলে।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১ টার সময় রাজবাড়ী সদর থানার ছোট নুরপুর গ্রামের ছোট নুরপুর জামে মসজিদের উত্তু-পূর্ব পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম বলেন, জেলা গোয়েন্দা শাখার এসআই আতাউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে শাহাদাত হোসেনকে দুইশত পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার পূর্বক গ্রেপ্তার করেন। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে বুধবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

(একে/এএস/জানুয়ারি ২২, ২০২৫)