সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে বিএনপির কমিটি গঠনে ভোটার তালিকায় আওয়ামী লীগ কর্মীদের অর্ন্তভূক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাগেরহাটে পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক প্রার্থী ও শহরের পূর্ব বাসাবাটি মেইন রোড এলাকার রায়হান মাহমুদ লিটু। সংবাদ সম্মেলনে রায়হান মাহমুদ লিটু অভিযোগ করেন, গতকাল ২০ জানুয়ারী বাগেরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি গঠনের আগে সর্বসম্মতি ক্রমে ১০১ সদস্যের তালিকা করা হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, পরে তাদের না জানিয়ে আরো ২০ জন সদস্য নেয়া হয়। এক পর্যায়ে তাদের ৭ জনের নাম বা দিয়ে আরো ৭ জনকে অন্তভূক্ত করা হয়। তারা বেশির ভাগই আওয়ামী লীগের কর্মী-সমর্থক।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় যারা আওয়ামী লীগের মিছিল-মিটিং এ নেতৃত্ব দিয়েছে, আওয়ামী লীগ নেতাদের পাশে থেকে নানা নরকম সুযোগ সুবিধা নিয়েছেন, তাদের অনিয়মের মাধ্যমে তাদের বিএনপির কমিটিতে স্থান দেয়া হয়েছে। বিষয়টি তিনি লিখিত ভাবে প্রমাণসহ সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম ও কমিটির অন্য সদস্যদের জানালেও তারা অজ্ঞাত কারনে কোন ব্যবস্থা না নিয়ে কমিটি গঠন করে দেন। কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা উপেক্ষা করে এভাবে আওয়ামী দোষরদের বিএনপিতে স্থান করে দেয়ায় নিবেদিত প্রাণ বিএনপির কর্মীদের মাঝে ব্যপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরো বলেন, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ও বাগেরহাট পৌরসভার দূনীতিবাজ সাবেক মেয়র খান হাবিবুর রহমানের সহযোগী কামাল হোসেনকে ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। জেলা শ্রমিকলীগের সভাপতি রেজাউর রহমান মন্টুর সহযোগী তকদির হক অপ, আজাদ রুহুল আমিনকে বিএনপির সদস্য করা হয়। বাদ গেছেন এলাকার ত্যাগী বিএনপির কর্মীরা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পৌর বিএনপির আহবায়ক এস্কেনদার আলী ঘোষনা দিয়ে আওয়ামীগে যোগ দিয়েছিলেন। তিনি এখন পরিকল্পিত ভাবে আওয়ামী লীগের নেত-কর্মীদের পুনঃবাসনের চেষ্টা করছেন। তিনি অনিয়মের মাধ্যমে গঠিত এই কমিটি দ্রুত সময়ের মধ্যে বাদ দিয়ে প্রকৃত বিএনপি‘র নেতা-কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবী জানান।

সংবাদ সম্মেলনে ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আলী হায়দার, সিনিয়র সহসভাপতি প্রার্থী রেজাউর কবির রতন ও সাংগঠনিক সম্পাদক প্রার্থী ওসমান মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(এস/এসপি/জানুয়ারি ২১, ২০২৫)