শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপাতে রক্তদানের কার্যক্রমকে সকলের মাঝে ছড়িয়ে দিতে 'শৈলকুপা ব্লাড ডোনার্স ক্লাব'-এর উদ্যোগে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২০ জানুয়ারি) উপজেলার তামিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় প্রায় ৩ শতাধিক ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শৈলকুপা ব্লাড ডোনার্স ক্লাব'-এর উদ্যোগে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন প্রশাংসার দাবিদার। এতে করে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার ও কোনো আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে রক্ত দিতে পারবো।

সংগঠনের সভাপতি সজীব ইসলাম আপন বলেন, অনেকে তাদের রক্তের গ্রুপ জানেনা। এইজন্য আমাদের এই আয়োজন। আমাদের মূল উদ্দেশ্য ছিলো মানুষকে রক্তদানে সতেচন করা।

(ওএস/এসপি/জানুয়ারি ২১, ২০২৫)