স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : তারুণ্যের উৎসব উপলক্ষ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজিত অনুর্ধ্ব ১৭ বালক ও বালিকা গ্রুপের জাতীয় পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের পঞ্চগড় জেলা পর্যারের খেলা আজ মঙ্গলবার পঞ্চগড় চিনিকল মাঠে শুরু হয়েছে।

খেলার উদ্বোধন করেন পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)এসএম ইমাম রাজী টুলু।

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো. আলীমুজ্জান। টুর্নামেন্টে জেলার পাঁচ উপজেলা যথাক্রমে পঞ্চগড় সদর, বোদা, আটোয়ারি ও দেবীগঞ্জ উপজেলার বালক-বালিকা দলের মোট ১৮০ জন খেলোয়াড় প্রতিযোগিতা করছে।

উদ্বোধনী ম্যাচে প্রথম পর্বে ছেলে গ্রুপে দেবীগঞ্জে ২-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে পঞ্চগড় পৌরসভা। বালিকা দলে পঞ্চগড় পৌরসভাকে ৪-০ গোলে পরাজিত করে বিজয়ী দেবীগঞ্জ উপজেলা বালিকা দল। দ্বিতীয় ম্যাচে আটোয়ারি (বালক) দলকে ৩-১ গোলে পরাজিত করে বিজয় হয়েছে পঞ্চগড় সদর উপজেলা (বালক)। বালিকা দলে পঞ্চগড় সদর উপজেলা ১-০ গোলে আটোয়ারিকে পরাজিত করে বিজয়ী হয়েছে। দুটি ম্যাচের মধ্যমাঠ পরিচালনা করেন রেফারি মোস্তাফিজুর রহমান সাবু, মনোয়ারা হোসেন ও নুরুজ্জামান। সহযোগী পরিচালক হিসেবে ছিলেন রাশেদুজ্জামান ও আইরিন।

(আরএআর/এসপি/জানুয়ারি ২১, ২০২৫)