পঞ্চগড়ে তারুণ্যের উৎসবে ফ্রি চক্ষু ক্যাম্প
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় জেলা প্রশাসন আয়োজিত মাসব্যাপী অনুষ্ঠিত তারুণ্যের উৎসবের অষ্টম ইভেন্টের ফ্রি চক্ষু ক্যাম্প আজ মঙ্গলবার দিনভর পঞ্চগড় স্টেডিয়ামে ভ্রাম্যমাণ ফ্রি স্ক্রীনিং আইওএল আই ক্যাম্প পরিচালিত হয়েছে।
এদিন সকালে এই ক্যাম্পের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো.সাবেত আলী। গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল পরিচালিত ক্যাম্পের অর্থায়নে করেছে আন্ধেরী হিলফে বন জার্মানীর একটি সমাজসেবী সংগঠন। ডাক্তার রায়হান কবিরের নেতৃত্বাধীন ৮ সদস্যের একটি চিকিৎসক দল চিকিৎসা সেবায় দায়িত্ব পালন করেন। ক্যাম্পে মোট ৫শ রোগী চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে ৭০ জন রোগীকে অপারেশন জন্য বাছাই করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা শেষে ফ্রি ওষুধ প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসা পেয়ে রোগীরা অত্যন্ত খুশি।
(আরএআর/এসপি/জানুয়ারি ২১, ২০২৫)