ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর ফতেমোহাম্মদপুর এলাকার নিউকলোনী মহরম কমিটির উদ্যোগে হযরত খাঁজা গরীবে নেওয়াজ মঈন উদ্দিন হাসান আজমেরী সানজেরি চিশতি (রাঃ) এর ২৬ তম ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) রাতে নিউকলোনী মাঠে এই ওরশ মোবারক অনুষ্ঠিত হয়।

পৌরসভার ৫ নং ওয়ার্ড যুবদল ও নিউকলোনী মহরম কমিটির সভাপতি শামিম রহমান আশিকির সভাপতিত্বে অনুষ্ঠিত ওরশ মোবারকে কাওয়ালী পরিবেশন করেন ঢাকা হতে আগত জাহাঙ্গীর আলম ও চট্টগ্রাম থেকে আগত কাওসার পারভেজ।

প্রধান অতিথি ছিলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঈশ্বরদী উপজেলা শাখার সদস্য সচিব মেহেদী হাসান।

বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান পাতা, পৌর যুবদলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক ইনাম হোসেন, পৌর সেচ্ছাসেবকদলের সদস্য ডাবলু মন্ডল। ওরশ মোবারকের সার্বিক সহযোগিতায় ছিলেন ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রউফ আব্দুল। পরিচালনায় ছিলেন মহরম কমিটির সাধারণ সম্পাদক টিপু সুলতান।

(এসকেকে/এসপি/জানুয়ারি ২১, ২০২৫)