রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ক্ষতিকর জেলি পুশের অভিযোগে ১৩০০ কেজি গলদা চিংড়ি বিনষ্ট করা হয়েছে। সোমবার  সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ  উপজেলার তারালী ইউনিয়নের আমিয়ান এলাকা থেকে পিকআপ ভর্তি এ গলদা চিংড়ি জব্দ করা হয়।

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে আমিয়ান গ্রামে অবস্থিত ‘এসিআই লিংক এগ্রো লিমিটেড’ এর পাশে অবস্থান নেন মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ খুলনা বিভাগীয় পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল।

সকাল সাড়ে ১০টার দিকে একটি পিকআপ গলদা চিংড়ি নিয়ে এসিআই লিংক এগ্রো লিমিটেডে প্রবেশের পূর্ব মুহূর্তে সেটি তল্লাশী করে জেলী পুশকৃত ১৩০০ কেজি গলদা জব্দ করেন তিনি। এ সময় কৌশলে পালিয়ে যায় অসাধু ব্যবসায়ীরা। পরবর্তীতে জনসম্মুখে পুশকৃত গলদা চিংড়ি ট্রলিতে পিষে ও আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। বিনষ্টকৃত গলদা চিংড়ির মূল্য ১২ লক্ষাধিক টাকা।

অভিযান পরিচালনাকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মচারি সাবিনুর রহমান, সুমন কুমার ঢালী, মো. মনিরুজ্জামানসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

(আরকে/এএস/জানুয়ারি ২১, ২০২৫)