নড়াইল সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম দুই মহিলা দালালকে জরিমানা
নড়াইল প্রতিনিধি : নড়াইল আধুনিক সদর হাসপাতালে অভিযান চালিয়ে লাবনী বেগম ও কুলসুম বেগম নামে দুই নারী দালালকে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে হাসপাতাল চত্বর থেকে দুই দালালকে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সঞ্জয় কুমার ঘোষ।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সঞ্জয় কুমার ঘোষ জানান, নড়াইল আধুনিক সদর হাসপাতাল দালাল চক্র দীর্ঘদিন ধরে গ্রামের সহজ সরল রোগীদেরকে ভাগিয়ে নিয়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। সেখানে নিম্নমানের পরীক্ষা নিরীক্ষা এবং ডিপ্লোমাধারী ডাক্তারদের দিয়ে প্রেসক্রিপশন করে অর্থ হাতিয়ে নিয়ে থাকে এই দালাল চক্র। এর প্রেক্ষিতে সোমবার দুপুরে হাসপাতাল চত্বরে অভিযান চালিয়ে লাবনী বেগম ও কুলসুম বেগম নামে দুই মহিলা দালালকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া ভ্রাম্যমাণ আদালতকে আনসার ব্যাটালিয়ন সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
(আরএম/এএস/জানুয়ারি ২১, ২০২৫)