ভাংগায় ১৫ কেজি গাঁজাসহ ভুয়া দুই নারী সাংবাদিক গ্রেফতার
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের ভাংগা উপজেলায় ১৫ কেজি গাঁজাসহ ভুয়া দুই নারী সাংবাদিককে গ্রেফতার করেছে ভাংগা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন বরগুনার বেতাগীর দক্ষিণ ভোলানাথপুর গ্রামের সামিরা শীতল তুবা (১৯) ও বাগেরহাটের কচুয়ার মারিয়া আক্তার (২১)। তারা উভয়ই সাংবাদিকের ভুয়া কার্ড বানিয়ে মাদক কারবারি করতেন বলে প্রাথমিক ধারণা পুলিশের।
সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ভাংগা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাজার এলাকায় একটি গাড়ি তল্লাশি চালিয়ে গাঁজাসহ তাঁদের গ্রেফতার করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান এসব বিষয় নিশ্চিত করে জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থল মুনসুরাবাদ বাজার এলাকায় সন্দেহজনক গাড়িটি তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ তাঁদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত একটি গাড়ি, তাঁদের থেকে প্রেস লেখা সম্বলিত স্টিকার লাগানো দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন ও গলায় থাকা একাধিক গণমাধ্যমের ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়েছে'।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি মোকছেদুর।
(আরআর/এএস/জানুয়ারি ২১, ২০২৫)