সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের শরণখোলায় রড বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে নিয়াজ মোল্লা (২৮) নামে অপর এক ট্রলির চালকের হয়েছে। উপজেলার সুন্দরবন সংলগ্ন খুড়িয়াখালী বাজারে দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যালে পাঠানো হলে সোমবার দুপুরে তার মৃত্যু হয়। নিহত নিয়াজ মোল্লা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মনির মোল্লার ছেলে।

পুলিশ জানান, খুড়িয়াখালী বাজারের রড-সিমেন্ট ব্যবসায়ী রহিম খানের গোলা থেকে চালক ট্রলিতে তিন টন রড বোঝাই করে বের হন। বাজারের চৌরাস্তার মোড়ের উঁচু স্থানে অতিরিক্ত রড বোঝাই ট্রলিটি আটকে যায়। এসময় নিয়াজ মোল্লা আটকে পড়া ট্রলি ধাক্কা দিয়ে উপরে ওঠাতে গিয়ে চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যালে পাঠানো হলে সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

(এসএসএ/এএস/জানুয়ারি ২০, ২০২৫)