পদ্মা নদীতে ধরা পড়া ৪২ কেজির বাঘাইড় লক্ষ টাকায় বিক্রি
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ৪২ কেজি ওজনের বাঘাইড় মাছ ৭৫ হাজার ৬শত টাকায় বিক্রি হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে পদ্মা নদীতে মানিকগঞ্জের ধোলাই হালদার জাল ফেললে মাছটি ধরা পড়ে।
জেলে ধোলাই হালদার বলেন, সকালে নদীতে মাছ ধরতে জাল ফেলা হয়। জালে বড় মাছ আটকা পড়েছে টান বুঝতে পেরে জাল তুলতেই বাঘাইড় মাছটি দেখতে পাই। পরে শাহজাহান শেখ সম্রাটের নিকট ১৭শত টাকা কেজি দরে বিক্রি করা হয়।
শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখ সম্রাট বলেন, মাছটি ধরা পড়ার খবর পেয়ে পদ্মা নদীতে গিয়ে নৌকা থেকে ১৭ শত টাকা কেজি দরে ৭১ হাজার ৪০০ শত টাকায় মাছটি কিনে আনা হয়। পরে মাছটি ঢাকার এক ব্যবসায়ীর নিকট ১৮ শত টাকা কেজি দরে ৭৫ হাজার ৬ শত টাকায় বিক্রি করা হয়েছে। নদীতে পানি কমার সাথে সাথে বড় বড় মাছ ধরা পড়ছে।
(একে/এএস/জানুয়ারি ২০, ২০২৫)