গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে  ২০২ পিচ ইয়াবাসহ সোহান মোল্লা (২২)নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নবী নেওয়াজের নেতৃত্বে একটি টিম টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ২০২ পিচ ইয়াবা সহ তাকে আটক করে ।

আটক সোহান মোল্লা টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ও গিমাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের অলিয়ার রহমান মোল্লার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নবী নেওয়াজ।

ওই কর্মকর্তা বলেন, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রাম থেকে তাকে ২০২ পিস ইয়াবা সহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, মাদকের সাথে সম্পৃক্ত কোন ব্যক্তির ছাত্রদলে জায়গা হবে না। বিষয়টি জেনেছি, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

(এমএস/এএস/জানুয়ারি ২০, ২০২৫)