রাজৈরে ভোটার তালিকা হালনাগাদের প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময়
বিপুল কুমার দাস, রাজৈর : সঠিক তথ্যে ভোটার হবো, নির্বাচনে ভোট দিবো এই স্লোগানে ভোটার তালিকা হালনাগাদ কর্মসুচি -২০২৫ উপলক্ষে সুপার ভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালায় মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরের রাজৈরে হয়েছে।
(১৯ জানুয়ারি) রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালায় মতবিনিময় সভায় রাজৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে মাদারীপুর জেলা প্রশাসক মোসা: ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর।
এসময় আরোও উপস্থিত ছিলেন ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: আলাউদ্দিন, মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদ আরমিন, অতিরিক্ত পুলিশ সুপার ভাষ্কর সাহা, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাহফুজুল হক, শিবচর উপজেলার নির্বাচন কর্মকর্তা হাসান আল মাহমুদ, রাজৈর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আব্দুল মতিন খোন্দকার, সুজন হোসেন রিফাতসহ প্রমুখ।
(বিকেডি/এএস/জানুয়ারি ২০, ২০২৫)