আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতির পর যুক্তরাষ্ট্রে স্বাভাবিক হতে শুরু করেছে টিকটক। কারণ ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে প্রথম দিনেই তিনি টিকটক সচল করতে ব্যবস্থা নেবেন।

দেশটিতে খুব অল্প সময় বন্ধ থাকার পর ব্যবহারকারীরা এরই মধ্যে টিকটক অ্যাপে মেসেজ পেতে শুরু করেছেন।

রবিবার ট্রাম্প জানান, টিকটকের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বিলম্বিত করতে একটি নির্বাহী আদেশ জারি করবেন।

এর আগে মার্কিন আইনপ্রণেতারা টিকটক নিষিদ্ধ করলেও ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে যায় অ্যাপটির পরিচালনাকারীরা। তবে টিকটক বন্ধের পক্ষে যে রায় দেওয়া হয়েছিল তা বহাল রাখে দেশটির সর্বোচ্চ আদালত। এরপর আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হয়ে যায়।

মার্কিন আইনপ্রণেতারা গত বছরের এপ্রিলে সামাজিক যোগাযোগমাধ্যমটির বিষয়ে একটি আইন পাস করেন। এতে টিকটককে শর্ত দেওয়া হয়েছিল চীনের প্যারেন্ট কোম্পানির সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করতে হবে।

তথ্যসূত্র : নিক্কেই এশিয়া

(ওএস/এএস/জানুয়ারি ২০, ২০২৫)