রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা ও দায়রা জজ হিসেবে মোঃ নজরুল ইসলামের যোগদান উপলক্ষ্যে মতবিনিময় সভা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। শনিবার বিকেল পাঁচটায় সাতক্ষীরা জেলা জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের চার তলায় এ সভার আয়োজন করা হয়।

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাড. এম শাহ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন যথাক্রমে নবনিযুক্ত জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোঃ নজরুল ইসলাম, সদ্য বিদায়ী জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ চাঁদ মোঃ আব্দুল আলীম আল রাজী ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাফরোজা পারভিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন যথাক্রমে নবনিযুক্ত জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোঃ নজরুল ইসলাম, সদ্য বিদায়ী জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ চাঁদ মোঃ আব্দুল আলীম আল রাজী ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাফরোজা পারভিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম আশিকুর রহমান, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আব্দুল মজিদ(২), অ্যাড. শহীদুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে সাতক্ষীরার সাবেক ল্যাÐ সার্ভে ট্রাইব্যুনালের বিচারক কেরামত আলী ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ রাখিবুল ইসলামসহ বিচারিক আদালতের বিচারকগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, এক সময় তিনি ঢাকা আইনজীবী সমিতিতে ফল উৎসবে অংশ নিয়েছিলেন। সেময় ইচ্ছা প্রকাশ করেছিলেন পিঠা উৎসবে অংশ নেওয়ার। সে ইচ্ছা আজ সাতক্ষীরায় এসে পূরণ হলো।

প্রধান অতিথি আরো বলেন, মানুষের বড় ভরসার স্থল বিচার বিভাগ। বিচার বিভাগের ইমেজ সংকট সৃষ্টি হয়েছে। ফলে বিচার বিভাগের প্রতি আর মানুষের আস্থা নেই। বিচার বিভাগের দুটি ডানা বার ও বেঞ্চ। এ দুটোর সমন্বয় হলে ন্যয় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। সততা ও সদিচ্ছা নিয়ে সকলের সঙ্গে মিলে মিশে মডেল বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। এতে বিচার বিভাগকে বিকশিত হবে।

সম্মানিত অতিথি হিসেবে সদ্য বিদায়ী জেলা ও দায়রা জজ চাঁদ মোঃ আব্দুল আলীম আল রাজী বলেন, তিনি প্রকৃতি প্রেমিক মানুষ। দীর্ঘদিন সাতক্ষীরায় চাকরি করার সুবাদে এখানকার প্রকৃতি তাকে মুগ্ধ করেছে। বিচারঙ্গনে এসে মোঃ নজরুল ইসলাম সাতক্ষীরায় বিচার ব্যবস্থাকে মডেল হিসেবে উপহার দিতে পারবেন বলে তিনি মনে করেন।

পিঠা উৎসবকে ঘিরে আদালত চত্বরে সন্ধ্যায় মনোমুগ্ধকর লাঠিখেলার আয়োজন করা হয়।

(আরকে/এএস/জানুয়ারি ১৯, ২০২৫)