সভাপতি গোলজার, সাধারণ সম্পাদক সাজ্জাদ
মাগুরার ঐতিহ্যবাহী বেরুইল-পলিতা বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরা সদরের ঐতিহ্যবাহী বেরইল-পলিতা বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে বেরইল-পলিতা ইউনিয়ন পরিষদের কক্ষে এ ভোট গ্রহণ সম্পন্ন হয়।
সভাপতি পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। কাজী গোলজার হোসেন, বাই-সাইকেল প্রতীক নিয়ে ১০৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মির্জা কামাল হোসেন, চেয়ার প্রতীক নিয়ে ১০৩ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করেন।মোঃ সাজ্জাদ হোসেন, ঘোড়া প্রতীক নিয়ে ২০৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম, হাতি প্রতীক নিয়ে ৯৫ ভোট পান। মোট ভোটার সংখ্যা ছিল-৩৩৮ জন। নির্বাচন পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসারমোঃ আব্দুর রহিম। সবশেষে নির্বাচনের প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণা করেন।
(বিএস/এসপি/জানুয়ারি ১৯, ২০২৫)