পঞ্চগড় বিজিবির হেরোইন উদ্ধার
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় ১৮ বিজিবি'র সদস্যা যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২১ লাখ টাকার হেরোইন উদ্ধার করেছে। আজ রবিবার বেলা দেড়টার দিকে বাংলাবান্ধা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী এস আর নামক যাত্রীবাহী বাস থেকে উদ্ধারকৃত হেরোইনের ওজন ১ কেজি ৩৭ গ্রাম।
এ বিষয়ে পঞ্চগড় ১৮ বিজিবি'র অধিনায়ক লেঃকর্নেল মনিরুল ইসলাম জানান, "গোপন সংবাদের ভিত্তিতে পেদিয়াগজ বিওপি ক্যাম্পের নায়ক সুবেদার মো. সৈবুর রহমানের নেতৃত্বে সীমান্ত পিলার ৪৩১/৪এস আনুমানিক ৮০০ মিটার বাংলাদেশ অভ্যন্তর ডাহুক কমলা বাগান এলাকায় বাসটিতে তল্লাশি চালালে বাসের ব্যাংকারে থাকা ১টি শপিং ব্যাগে এই হেরোইন পাওয়া যায়। যা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি কর্তৃক নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইন খুব দ্রুত থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এ বিষয়ে তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ মো. এনায়েত কবিরের সাথে সেল ফোন কথা হলে তিনি বলেন, "থানায় হেরোইন উদ্ধার কোন খবর এখনও আসেনি।"
(আরএআর/এসপি/জানুয়ারি ১৯, ২০২৫)