যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, প্রতিবাদে বিক্ষোভ মিছিল
একে আজাদ, রাজবাড়ী : গত শুক্রবার রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন যুবদলের একটি প্রতিবাদ সভা শেষে মোটরসাইকেলযোগে নেতাকর্মীদের সাথে নিয়ে শহরে ফিরছিলেন যুবদলের আহবায়ক আরিফুল ইসলাম। সেসময় তাকে লক্ষ্য করে গুলি করে গোলাবাড়ী বনগ্রাম এলাকায় ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা। ভাগ্যক্রমে গুলি তার গায়ে লাগেনি, তবে এক গাড়ী পরেই অপর একটি গাড়িতে বসে থাকা মনিরুল ইসলাম নামের এক কর্মী গুলিবিদ্ধ হয়। মনিরুল ইসলাম বর্তমানে ফরিদপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গুলির ঘটনাকে কেন্দ্র করে গতকাল শনিবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল। বেলা ১২ টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে কালিবাড়ী মোড় এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা।
সেখানে বক্তারা, অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করতে পুলিশ প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় বেধে দেন। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ভিপি জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আরিফুল ইসলাম, শামীম হোসেন, জেলা ছাত্রদলের নেতা সজীব রাজা, সাবেক ছাত্রদল নেতা বাবু প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে পাট্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুরাদ বিশ্বাস, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম খোকন, পৌর যুবদলের আহবায়ক মোঃ ফরিদ সরদার, যুবদল নেতা শফিউল্লাহ, খলিলুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
এ ঘটনায় পুলিশ কাজ করছে বলে জানান পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন।
(একে/এসপি/জানুয়ারি ১৯, ২০২৫)