গোপালগঞ্জে ভেজাল সার ও কীটনাশক জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকার মূল্যের ভেজাল সার ও কীটনাশক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভেজাল সার ও কীটনাশক বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
আজ রবিবার দুপুরে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আদমপুর বাজারের এ অভিযান চালানো হয়।
উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ জানান, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আদমপুর বাজারের কয়েকটি দোকানে ভেজাল সার ও কিটনাশক বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওই বাজারের আওলাদ মোল্লার নাসিমা এন্টারপ্রাইজ এবং কাজী রফিকুল ইসলামের আশিক কাজী এন্টারপ্রাইজ নামের দোকান থেকে প্রায় ২ লাখ টাকা মূল্যের ভেজাল সার ও কীটনাশক সিনজেনটার গ্রোজিন, থিয়োভেট জব্দ করা হয়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দুটি প্রতিষ্ঠানর মালিককে ১৪ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত ভেজাল সার ও কীটনাশক আগুনে ভস্মীভূত করা হয়।
এসময় অতিরিক্ত কৃষি অফিসার মুনমুন সাহা, সিনজেনটা কোম্পানির প্রডাক্ট অফিসার সিরাজুল ইসলাম, টেরিটরি অফিসার তানভীর আহম্মেদ, উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহম্মেদ উপস্থিত ছিলেন।
(টিবি/এসপি/জানুয়ারি ১৯, ২০২৫)