তপু ঘোষাল, সাভার : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেসা হলের একটি কক্ষ থেকে আশরাফুল ইসলাম পারভেজ ওরফে যাযাবর পারভেজ (৩১) নামে এক বহিরাগত যুবককে আটক করেছে হল কর্তৃপক্ষ। শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।

জানা গেছে, পারভেজ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থীর সঙ্গে কপালে টিপ, প্লাজু এবং মুখে ঘোমটা পরে নওয়াব ফয়জুন্নেসা হলে প্রবেশ করেন। তার অস্বাভাবিক আচরণ এবং পোশাক দেখে সন্দেহ হলে শিক্ষার্থীরা সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন। ফুটেজে পারভেজকে দেখা গেলে হল সুপার তার উপস্থিতি নিশ্চিত করেন এবং তাকে আটক করা হয়।

আটকের পর, পারভেজ জানিয়েছেন, তিনি গাজীপুরের বাসিন্দা এবং ওই নারী শিক্ষার্থীর দীর্ঘদিনের বন্ধু। তিনি বলেন, "আমরা লালন ভক্ত এবং দীর্ঘ সাত বছরের বন্ধুত্বের কারণে আমি এখানে এসেছি।" তবে ওই শিক্ষার্থীর স্বামী পারভেজকে চেনেন না বলে জানিয়েছেন।

নওয়াব ফয়জুন্নেসা হলের হল সুপার নাদিয়া সুলতানা বলেন, "রুমে গিয়ে অভিযুক্তকে খাটে বসে থাকতে দেখি। পরে ঘটনাটি প্রভোস্টকে জানানো হয়।" হল প্রভোস্ট অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, "অভিযুক্তকে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, "আটক পারভেজকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে এবং নারী শিক্ষার্থীকেও বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী শাস্তির মুখোমুখি করা হবে।"

ঘটনার প্রতিবাদে রাত ১টা ৩০ মিনিটে বটতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলে ক্যাম্পাসে ছাত্রী হলের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এ ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। সিসিটিভি মনিটরিং এবং হলে প্রবেশে নিয়মকানুন কঠোর করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

(টিজি/এসপি/জানুয়ারি ১৯, ২০২৫)