তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : কারাবন্দীদের কল্যাণে সমাজসেবার তত্ত্বাবধানে গোপালগঞ্জ জেলা কারাগারে বেকারী উদ্বোধন করা হয়েছে। এ বেকারীর নাম করণ করা হয়েছে ইহসান বেকারী।

আজ রবিবার সকালে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ফিতাকেটে এ বেকারীর উদ্বোধন করেন।

পরে তিনি ফলক উম্মোচন করে দোয়া-মোনাজাতে অংশ নেন। এরপর কাটা হয় বিশাল আকৃতির একটি কেক।

আনুষ্ঠানিক উদ্বোধন শেষে জেলা প্রশাসক জেল সুপার, জেলার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন আর রশীদ, সহকারী পরিচালক মোঃ জুলফিকার আলী, গোপালগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুলতানা জাহিদ পারভীন, প্রবেশন অফিসার আল আমিন মোল্লা সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে বেকারীর কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন।এ সময় তিনি কথা বলেন বেকারীর মূল কারিগর মোঃ মহিদুল ইসলামের সাথে।

জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার আল আমিন মোল্লা বলেন, অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি, প্রবেশন অফিসারের কার্যালয় গোপালগঞ্জের তত্ত্ববধানে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ বেকারীর কার্যক্রম আজ রোববার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এখানে আধুনিক ওভেন, মিক্সার মেসিন সহ প্রয়োজনীয় সব মেসিনে পাউরুটি, কেক, বিস্কুট, কুকিজ সহ মানসম্পন্ন বেকারী সামগ্রী প্রস্তুত করা হচ্ছে। এ বেকারীতে উৎপাদিত পন্য মানবদেহের জন্য নিরাপদ। খেতেও মজাদার।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ বলেন, কারাবন্দীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আয় বৃদ্ধির জন্য কারগারে আমরা বেকারী স্থাপন করে দিয়েছি ।এখানে কারাবন্দীদের বেকারী সামগ্রী উৎপাদনের কাজ শেখানো হচ্ছে। পাশাপাশি এখানে উৎপাদিত পাউরুটি, বিস্কুট, কুকিজ, কেক গোপালগঞ্জে বাজারজাত করা হবে। এখানে যারা কাজ করছেন তারা আয়ের একটি অংশ পাবেন।

এছাড়া এখান থেকে কাজ শিখে কারাবন্দীরা দক্ষতা বৃদ্ধি করবেন। কারাগার থেকে বের হয়ে তারা বেকারী স্থাপন বা বেকারীতে কাজ করে কর্মসংস্থানের সুযোগ পাবেন। এতে অপরাধী সংশোধন ও পুনর্বাসনের ব্যবস্থা হবে বলে আমি বিশ্বাস করি।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, এ বেকারীতে উৎপাদিত পণ্যে কোন প্রকার ক্ষতিকারক উপকরণ ব্যবহার কার যাবে না। মান নিয়ন্ত্রণ করে সবসময় গুনগত মানসম্মত পণ্য উৎপাদন করতে হবে। তা হলেই কারাগার বোকরীতে উৎপাদিত পণ্য গোপালগঞ্জবাসীর কাছে সমাদৃত হবে। পাশাপাশি কারাবন্দীরা এখানে কাজ করে টাকা পাবেন এবং দক্ষতা অর্জন করবেন । এতে কারাগারে বেকারী স্থাপনের লক্ষ্য ও উদ্দেশ্য সফল হবে।

(টিবি/এসপি/জানুয়ারি ১৯, ২০২৫)