অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পররাষ্ট্রনীতিতে পরিবর্তন
স্টাফ রিপোর্টার : সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন এসেছে। জানান দিচ্ছে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে আসার। দেশের কূটনৈতিক পেশি হয়েছে শক্তিশালী। বিগত আমলে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ব্যান্ডউইথ নেওয়ার প্রস্তাব দেয় ভারত। প্রস্তাব অনুমোদন দেওয়ার সিদ্ধান্তও প্রায় চূড়ান্ত করেছিল বিগত সরকার। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে প্রস্তাবটি সরাসরি বাতিল করে দেয়।
গেল বছর ভারতীয় এয়ারটেল কোম্পানির মাধ্যমে বাংলাদেশকে ট্রানজিট করে সিঙ্গাপুর থেকে আখাউড়া সীমান্ত হয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ব্যান্ডউইথ সরবরাহের জন্য প্রস্তাব দেওয়া হয়। তবে ট্রানজিটের কারণে আঞ্চলিক হাব হিসেবে বাংলাদেশের সম্ভাবনা দুর্বল হতে পারে বলে প্রস্তাবটি বাতিল করে দিয়েছে ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি।
বিটিআরসি জানায়, তাদের গাইডলাইন অনুযায়ী এ ধরনের ট্রানজিট ব্যবস্থা দেওয়ার কোনো বিধান নেই। তাই প্রস্তাবটি বাতিল করে তারা।
এদিকে, ব্যান্ডউইথ নেওয়ার বিকল্প পথ ভারতের রয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোসাদ্দেক হোসাইন কামাল। তিনি বলেন, বিগত সরকারের আমলে ভারত যেমন ট্রানজিট সুবিধা পেয়েছে, এ ক্ষেত্রেও তা সমর্থনযোগ্য নয়।
(ওএস/এসপি/জানুয়ারি ১৯, ২০২৫)